গাইবান্ধায় হঠাৎ করে বেড়েছে চুরির ঘটনা
- আপডেট সময় : ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
গাইবান্ধায় হঠাৎ করে বেড়েছে চুরির ঘটনা। শুধু রাতে নয়, দিনে দুপুরেও হচ্ছে চুরি। সম্প্রতি জেলা শহরে বেশ কয়েকটি বড় চুরি সংঘটিত হলেও অপরাধীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। গাইবান্ধা প্রতিনিধি কায়ছার প্লাবনের প্রতিবেদন।
২২ এপ্রিল গভীর রাতে শহরের প্রানকেন্দ্রে গাইবান্ধা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জানালা ভেঙ্গে অফিস কক্ষ থেকে নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায় চোর চক্র। এর কয়দিন আগে মধ্যপাড়া, স্কুল লেন ও প্রফেসার কলোনিতে ঘটে কয়েকটি বড় চুরির ঘটনা। সিসি টিভির ক্যামেরায় ফুটেজ পাওয়া গেলেও সনাক্ত করা যায়নি চোর চক্রের কাউকে।
শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।
গত দুই মাস থেকে গাইবান্ধায় তৎপর চোর চক্র। বিভিন্ন পাড়া মহল্লায় বেড়ে গেছে ছোট বড় চুরির ঘটনা। দিনে রাতে সব সময়ই সক্রিয় চোর চক্র। চোররা শুধু বসতবাড়িই না, চুরি করছে বিভিন্ন প্রতিষ্ঠানেও।
সাধারন মানুষের নিরাপত্তায় বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানান পুলিশ সুপার।
দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কতৃর্পক্ষ এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।























