গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলাম মিঠুকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। দাম্পত্য কলহের জেরে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে স্ত্রী খাদিজাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মাইদুল ইসলাম মিঠু। পরদিন সকালে বিছানায় গলায় ওড়না জড়ানো খাদিজার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। ওই দিনই নিহত খাদিজার বাবা মো: আব্দুর রেজ্জাক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
যশোরে যৌতুকের দাবিতে অন্ত:স্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। দন্ডিত আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামের বাসিন্দা।