গাইবান্ধায় পলাশবাড়ীতে রড বোঝাই ট্রাক উল্টে শিশুসহ ১৩ জন নিহত
- আপডেট সময় : ০৯:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় পলাশবাড়ীতে রড বোঝাই ট্রাক উল্টে শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে তিন সদস্যদের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। এছাড়াও প্রশাসনে পক্ষ থেকে নিহতদের প্রত্যক পরিবারের ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।
লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঈদে ঢাকা থেকে রংপুরের বাড়ি ফিরছিলেন দুর্ঘটনাকবলিতরা। ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে যায়। এতে ১৩ জন নিহত হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেন। নিহত ১৩ জনের মধ্যে তিনজন শিশু ।
রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান।
এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যদের কমিটি গঠনসহ প্রত্যক পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার কথা জানালেন জেলা প্রশাসক।
এদিকে দুর্ঘটনায় দায়ী ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলে জানান জেলা পুলিশ সুপার।