গাইবান্ধায় নদ-নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন
- আপডেট সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় নদ-নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। এক সপ্তাহে অর্ধ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে আরও শতাধিক বসতবাড়ি ও আবাদী জমি।
গাইবান্ধার ঘাঘট, করতোয়া তিস্তা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন । এক সপ্তাহে অর্ধশতাধিক বাড়িঘর ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে আরও শতাধিক বসতবাড়ি ও মসজিদসহ আবাদী জমি। ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটছে আও কয়েক শত পরিবারের ।
জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা , গোবিন্দগঞ্জে উপজেলার ১০টি পয়েন্টসহ কয়েকটি এলাকায় এ ভাঙ্গন শুরু হয়েছে। চলতি বছর তিন শতাধিক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হযে গেছে।
ভাঙ্গন প্রতিরোধে দৃশ্যমান কোন উদ্যোগ নেই।দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নদী পারের মানুষ।
পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন প্রতিরোধে জরুরি ভিত্তিতে কাজ চলছে। পানি কমে গেলে দীর্ঘ মেয়াদী কাজ শুরু হবে।