গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু লাবিব নিহত হয়েছে।
গেলো রাতে, জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা এলাকার টেকির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দ্রুতগামী একটি ট্রাক্টর গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দক্ষিণ ধোপাডাঙ্গা এলাকার টেকির মোড় অতিক্রম করছিল। এ সময় লাবিব রাস্তা পার হওয়ার সময় একটি অটো তাকে ধাক্কা দেয়।সে রাস্তায় পড়ে গেলে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাবিব সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।