গবাদি পশু চোরচক্রের উপদ্রবে অতিষ্ঠ গাইবান্ধার চলাঞ্চলের মানুষ। দিনের বেলায় চরের বিভিন্ন এলাকায় ঘুরে চক্রটি গভীর রাতে কৌশলে বাড়ি থেকে গরু-মহিশ নিয়ে যাচ্ছে। ট্রাকে করে নিয়ে বিক্রি করে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আয়ের একমাত্র অবলম্বন গরু-মহিশ হারিয়ে নি:স্ব হচ্ছেন চরের দরিদ্র্য মানুষ। তাই রাত জেগে গবাদি পশু পাহারায় ঘুম নেই স্থানীয়দের।
গাইবান্ধায় সাতটির মধ্য তিন উপজেলায় ১২০টি চর-দ্বীপচর রয়েছে। যেখানে প্রায় পাচ লাখ মানুষের বসবাস। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় উপজেলার সাথে নৌকায় যাতায়ত করতে হয় তাদের। প্রত্যন্ত চরঞ্চলের মানুষের আয়ের অন্যতম অবলম্বন গোবাদি পশু পালন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কিছু দিন থেকেই চরগুলোতে বেড়েছে গরু ও মহিশ চুরি ঘটনা। সম্প্রতি চোর চক্রের মুল হোতা গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গভীর রাতে নৌ-পথে গোবাদি পশু চুরি করে তা ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় চোরচক্র। তাই চরাঞ্চলে বাড়িত নিরাপত্তার দাবী স্থানীয়দের।
চোরচক্র গ্রেপ্তারসহ চর এলাকায় বাড়তি নিরাপত্তা নেয়ার কথা জানান পুলিশ সুপার।
বর্ষা ও শুস্ক মৌসুমে চুরি ঘটনা বেশী ঘটে। তাইএ সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ পুলিশ টহল বাড়ানোর দাবী স্থানীয়দের।