গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫০০ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে আলম মিয়া নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাহাটা ইউনিয়নের হলদিয়া গ্রামের বাড়ীর উঠান থেকে রক্তমাখা লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরিবার সূত্র জানায়, অসুস্থ আলম মিয়া সন্ধ্যায় বাড়ির ওঠানে একা বসে ছিল। কিছু সময় পর, গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্বজনরা।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত আলম মিয়া ওই গ্রামের খোতাফ উদ্দিনের ছেলে।