গাইবান্ধার সাদুল্লাপুর পৌরসভার প্রস্তাবিত সীমানা নির্ধারণে স্বেচ্ছাচারিতা ও ইউপি নির্বাচন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী ও ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে সর্বস্তরের মানুষ। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা প্রস্তাবিত সাদুল্লাপুর পৌরসভার সীমানায় খামারবাগচি ও গয়েশপুর মৌজা দু’টি অর্ন্তভুক্ত করে পুণরায় গেজেট প্রকাশের দাবি জানান। একই সঙ্গে পৌরসভা গঠনের নামে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন। উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিও জানান তারা।
ময়মনসিংহের গৌরীপুরে একটি মামলার মূল আসামিদের বাদ দিয়ে চার্জশীট প্রদান এবং বাদীপক্ষকে পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।