গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসার ছাত্ররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসার ছাত্র ও সাধারণ মানুষ। জেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে রাত-দিন অবস্থান করছেন তারা। এদিকে ভিন্ন ধর্মের হয়েও বিপদে পাশে পেয়ে খুশি হিন্দু সম্প্রদায়ের লোকজন। পাশপাশি বাড়তি নিরাপত্তায় সেনা সদস্য টহলও জোরদার করা হয়েছে। জেলার সাত উপজেলায় প্রায় দুই হাজার মন্দিরে উপাসনা করে ৩ লাখের বেশি সনাতন ধর্মাবলম্বী। দেশে চলমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার খবরে ভয় আর আতংকে সময় কাটছে তাদের। এমন পরিস্থিতিতে তাদের উপাসনালয়গুলো পাহারায় এগিয়ে এসেছে জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও সাধারণ মানুষ। সন্ধ্যা থেকে ভোর পযর্ন্ত নির্ঘুম রাত কাটিয়ে সনাতন সম্প্রদায়ের পাশে রয়েছেন তারা।