তাঁতী লীগ নেতা রানা আকবর মোল্লাকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ০১:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
নরসিংদীতে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাঁতী লীগ নেতা রানা আকবর মোল্লাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ওই সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন তার সহযোগী তুষার। গতকাল রাত সাড়ে ৮টার দিকে কাউরিয়াপাড়া পৌর ঈদগাহের পাশে এ ঘটনা ঘটে। নিহত রানা মোল্লা শহর তাঁতী লীগের নেতা। তুষার একই ওয়ার্ডের সাবেক কাউন্সিল নজরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনদের দাবি, পূজা দেখে ফেরার পথে রাত ৮টার দিকে নরসিংদী পৌর ঈদগাহর সামনে আসা মাত্রই অস্ত্রধারী সন্ত্রাসীরা রানাকে কোপাতে থাকে।পরে রানা মাটিতে লুটিয়ে পড়লে খুব কাছ থেকে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এসময় রানার সঙ্গে থাকা তুষারকে গুলি করা হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। তুষারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে যান। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।