গরুর শরীরে লাম্পি স্কিন ভাইরাস, আতঙ্কিত খামারিরা
- আপডেট সময় : ১১:৪৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
জামালপুরের বিভিন্ন অঞ্চলে গরুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন ভাইরাস। ছড়িয়ে পড়েছে প্রান্তিক পর্যায়ে। এতে আতঙ্কিত খামারিরা। চিকিৎসকের পরামর্শে গরুর বাড়তি পরিচর্যা করলেই সেরে যাবে রোগ, জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
জামালপুরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে কৃষকের আয়ের উৎস গরুটি হারিয়েছেন অনেকেই । জামালপুর সদরের বিভিন্ন গ্রামের অনেক গরু।কিন্তু হঠাৎ জামালপুরের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত নতুন নতুন ছোটো বাছুর গরু আক্রান্ত হচ্ছে। প্রথমে ছোটো গরুর ১০৬ থেকে ১০৭ ডিগ্রি মাত্রায় জ্বর দেখা দিচ্ছে সেই সাথে চামড়ায় এক ধরণের গুটি হচ্ছে।
এরপর দুই এক দিনের মধ্যেই সেই গুটি নষ্ট হয়ে ঘায়ে পরিণত হচ্ছে ক্ষত চিহৃ। সেখানে তৈরি হচ্ছে বড় বড় ক্ষত। কোনো ওষুধেই কাজে আসছে না। এই ভাইরাস জনিত এমন সংক্রমনে গরু নিয়ে বিপাকে তারা।
তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, তারা সব সময় খামারিদের খোঁজ নেওয়া সহ পরামর্শ দিয়ে যাচ্ছেন। এই ভাইরাসে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা জানান এই কর্মকর্তা।
গত এক মাসে জেলার সাতটি উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু গরু মারা গেলেও প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই । খামারিদের অভিযোগ সরকারিভাবে কোন চিকিৎসকে পাচ্ছেন না তারা। তাই পশুর পল্লী চিকিৎসক দিয়েই চিকিৎসা দিতে হচ্ছে তাদের।