গরম থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
তীব্র গরমে পুড়ছে দেশ। চলমান এই গরম আরও বেশ কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে চার দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান আছে। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই। তীব্র গরম থেকে যথাসম্ভব দূরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে বলা হয়েছে সবাইকে। গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক, সম্ভব হলে গাঢ় রঙিন পোশাক এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে । গরম আবহাওয়ার কারণে শারীরিক অস্বস্তি হলে হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে।