গভীর রাতে আমীর খসরু মাহমুদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, গোয়েন্দা পুলিশ আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তুলে নিয়ে গেছেন। এর আগে তার খোঁজে গুলশানের ৮১ নম্বর সড়কের ওই বাড়িটি ঘিরে ফেলেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন–অর–রশীদও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।