বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে পা ভেঙে দিলো বখাটেরা
- আপডেট সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসা শিক্ষার্থী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে বখাটেরা। ইনফেকশন হওয়ায় পা কেটে ফেলার কথা বলছে চিকিৎসকরা। এ ঘটনায় আগাম জামিন পেয়ে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে আসামিরা। চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারটির। সংশ্লিষ্ট থানা প্রভাবিত হয়ে মামলাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ স্বজন ও স্থানীয়দের।
পঙ্গু বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অজানা আতঙ্কে দিন কাটছে গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামের হতদরিদ্র কৃষক তাফাজ্জলের। গত ১৯ সেপ্টেম্বর মেয়েটিকে একা পেয়ে সোহাগ নামের এক বখাটে তাকে নানাবাড়ি পৌঁছে দেয়ার কথা বলে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা বিপ্লব, নাজমুল ও বাবু পাশের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে লোহার রড দিয়ে তাকে পিটিয়ে বাম পা ভেঙে দেয় এবং সারা শরীর জখম করে তারা।
মেয়েটিকে উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, একটি বেসরকারি ক্লিনিকে প্রায় দেড় মাস চিকিৎসার পর তার পায়ে ইনফেকশন ধরা পড়ে। পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে মেয়ের চিকিৎসায় নি:স্ব হয়ে পড়েছে পরিবারটি। এ ঘটনায় মামলা করার কয়েকদিন পরই, আসামিরা আগাম জামিন নিয়ে ঘোরাফেরা করছে। মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তারা।
মামলার এজাহারে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গফরগাঁও থানার ওসি পাল্টে দিয়েছেন বলে অভিযোগ করেছে স্বজন এবং স্থানীয়রা।
অভিযোগ অস্বীকার করে ওসি অনুকূল সরকার জানান, দ্রুত এ মামলার চার্জশিট দেয়া হবে। তবে, ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে, অসহায় পরিবারটিকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানান, পুলিশ সুপার।
বখাটেদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে, এলাকাবাসী।