গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ইতালির ভেনিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইতালির পর্যটন শহর ভেনিস।
বিবিসি জানায়, ঐতিহ্যবাহী শহরটির ৮০ ভাগই পানিতে ডুবে গেছে। এর ফলে স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ পানিতে তলিয়ে গেছে শহরটির অধিকাংশ এলাকা। বন্ধ রয়েছে সেখানকার সব স্কুল। রেস্তোরাঁসহ অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে পরিস্থিতির অবনতি হওয়ায় শহরটিতে জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় ২০ মিলিয়ন ইউরো বরাদ্দের নির্দেশ দিয়েছেন। এদিকে, ভেনিসের মেয়র লুইজি ব্রুঙ্গনারো এমন পরিস্থিতির জন্য দায়ি করছেন জলবায়ু পরিবর্তনকে।




















