গত ২৪ ঘন্টায় ৬ জেলায় মোট ১২ জন নতুন করোনা আক্রান্ত
- আপডেট সময় : ০১:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, নেত্রকোণায় ৩ জন, সাভারে ২ জন, ময়মনসিংহে ১ জন, সাতক্ষীরায় ১ ও চট্টগ্রামে ১ জনসহ ৬ জেলায় মোট ১২ জন করোনা আক্রান্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ ২৪ ঘন্টায় বাবা-ছেলেসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ এ ।
নেত্রকোণায় নতুন ৩ জন করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন।
সাভারে গেলা ২৪ ঘন্টায় নতুন করে আরও ২জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ২৭জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বৃহ্সপতিবার রাতে আরও দুজন নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত একজন হলেন ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার এক নারী।
সাতক্ষীরায় এই প্রথম একজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন এনজিও কর্মী।
এদিকে, চট্টগ্রামে নতুন করে আরো ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।