ডলারের দাম বেড়েছে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ । যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারে। ফলে এদিন বিশ্বের বিভিন্ন দেশে ইতিবাচক লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ব পুঁজিবাজারে মন্দা বিরাজ করেছে। গত ১৮ মাসের মধ্যে ওই দিন শেয়ারের দাম নামে সর্বনিম্নে। সেই জায়গা থেকে আচমকা ঊর্ধ্বগতি দেখা গেলো। তবু শেয়ারবাজারে বিনিয়োগে দ্বিধাগ্রস্ত বিনিয়োগকারীরা। উচ্চ মুদ্রাস্ফীতি এবং সুদের হার বাড়ায় শেয়ার কেনাবেচায় পিছপা হচ্ছেন তারা। সম্ভাব্য আগত অর্থনৈতিক মন্দা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব পুঁজিবাজার। পাশাপাশি করোনা মহামারি এবং ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোয় বিশ্বজুড়ে পণ্যদ্রব্যের সরবরাহ সঙ্কট দেখা দিয়েছে। ভোজ্যতেল, খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের দাম বেড়ে গেছে।আমেরিকার মতো ইউরোপের পুঁজিবাজারেও উলম্ফন দেখা গেছে। ইউরোপিয়ান সূচক বেড়েছে শূন্য দশমিক ৯৬ শতাংশ। আর ব্রিটেনের এফটিএসই ১০০ সূচক উঠেছে ১ দশমিক ১৭ শতাংশ