গত বছরের মতো এবারও সরিষার আবাদ হয়েছে সাতক্ষীরায়

- আপডেট সময় : ০১:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় গত বছরের মতো এবারও সরিষার আবাদ হয়েছে সাতক্ষীরায়। আমন ধান ওঠার পর বোরো ধান লাগানোর আগ পর্যন্ত ফাঁকা জমিতে অন্যান্য শাক সবজির পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবে সরিষার আবাদ করেছে জেলার অধিকাংশ কৃষক। কৃষি বিভাগ বলছে, সরিষা চাষে খরচ কম এবং বাজার মূল্য ভালো। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে লক্ষামাত্রা পূরণে এবছর সংশয়ে রয়েছে কৃষি বিভাগ।
এবছর সাতক্ষীরায় সরিষা চাষের লক্ষামাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজর ৫শ’ হেক্টর জমিতে। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে লক্ষামাত্রা পূরণ নাও হতে পারে চলতি বছর। তবে তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলাসহ অন্যান্য উপজেলায় সরিষার আবাদ ভাল হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা কৃষকের।
অনাকাংখিত ঘূর্ণিঝড়ের কারণে এবছর লক্ষামাত্রা পূরণ নিয়ে সংশয়ে রয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারীভাবে আর্থিক সহায়তা পেলে এই জেলায় সরিষা চাষের আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।