গত তিন দিনে ভূমধ্যসাগর থেকে চার শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান এনজিও
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বড়দিনের ছুটির মধ্যে গত তিন দিনে ভূমধ্যসাগর থেকে চার শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান এনজিও সি-ওয়াচ। এই সময় নৌকাডুবে মারা গেছে বহু মানুষ । ওইসব নৌকা অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে জানান কর্তৃপক্ষ।
এ পর্যন্ত সর্বমোট ৪৪৬ জনকে উদ্ধার করেছে সি-ওয়াচ। এর মধ্যে একদিনেই উদ্ধার হয়েছে ৯৬ জন। এছাড়াও গত কয়েকদিনে গ্রিস এবং তিউনিশিয়ার কোস্টগার্ডও বেশ কিছু অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। গত সপ্তাহে দুটি নৌকাডুবির ঘটনায় ২৭ জনের মরদেহ উদ্ধার করে গ্রিসের কোস্টগার্ড । এছাড়াও, রোববার লিবিয়ার উপকূলে ভেসে গেছে ২৮টি মরদেহ। গত বুধবার ফোলেগ্যান্ড্রোস দ্বীপের কাছে আরো একটি নৌকাডুবি হয়েছে ।জাতিসংঘের হিসাবে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অন্তত ১ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে।

 
																			 
																		















