বড় ধরনের ব্ল্যাকআউটের কারণে গতকাল মধ্য এশিয়ায় তিনটি দেশের লাখো মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। একটি যৌথ বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় দেশগুলোর বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েন।
এ ঘটনায় কাজাখস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তানের শহরগুলোতে ব্যাপক যানজটসহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সংশ্লিষ্ট এলাকার বেশির ভাগ বাসিন্দা পানি, পেট্রলপাম্প ও ইন্টারনেট পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। জরুরি চিকিৎসা ব্যবস্থা সচল রাখার জন্য হাসপাতালগুলো জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এ সময় পাতাল রেল, মেট্রোরেল ও কেবল কারে দীর্ঘ সময়ে ধরে আটকা পড়ে থাকেন সাধারন মানুষ।