গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংসদের আগামী অধিবেশনে উত্থাপনের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিএফইউজির নব নির্বাচিত কমিটির সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান।
গণমাধ্যমের ব্যাপ্তি বেড়ে যাওয়ার পাশাপাশি সংকটও বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনার সংকট কেটে যাবার পর ব্যবসায়ে সুবাতাস বইছে, তারপরও কেন গণমাধ্যমকর্মীদের যে চাকরি চলে যায়, তা বোধগম্য নয়। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য আগামী নির্বাচনে পরিবর্তন আসবে’ এর জবাবে ড. হাছান মাহমুদ বলেন, মহাসমুদ্রে আশাই একমাত্র ভরসা, এটি বিএনপি’র ক্ষেত্রে প্রযোজ্য। এই আশা নিয়েই উনারা বেঁচে আছেন।