গণপরিবহন বন্ধ রেখে ব্যক্তিগত ব্যবস্থায় গাড়ী চলাচলে অনুমতি দিয়েছে ডিএমপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
করোনা মহামারীর মধ্যে গণপরিবহন বন্ধ রেখে ব্যক্তিগত ব্যবস্থায় গাড়ী চলাচলে অনুমতি দিয়েছে ডিএমপি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মৌখিক নির্দেশনা দেয়ার পর ঢাকার প্রবেশ মুখের সব চেকপোস্ট তুলে নেয়া হয়েছে। বাড়িতে গিয়ে যারা ঈদ করতে যেতে চান, তারা যেতে পারবেন। কিন্তু গণপরিবহন বন্ধ থাকবে। পুলিশ সড়কে নিরাপত্তা দেবে, তবে সবাইকে নিজস্ব পরিবহনে যেতে হবে। ঈদের দুদিন আগে সকাল থেকেই মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা নতুন নির্দেশনা অনুযায়ীই কাজ করছেন ।