গণতান্ত্রিক শক্তির অস্তিত্বের প্রশ্নে আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। পাবনা এডওয়ার্ড কলেজে নাগরিক সম্বর্ধনায় দেয়া বক্তব্য তিনি এ মন্তব্য করেন। সহিংসতা রাজনীতির ভাষা হতে পারে না মন্তব্য করে আলোচনার মাধ্যমে গণতন্ত্র বিকশিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। ড. ইউনুসসহ এক এগারো কুশীলবরাই পদ্মাসেতু নির্মাণে কথিত দুর্নীতির অভিযোগের স্রষ্টা ছিলেন বলেও মন্তব্য করেন মো: সাহাবুদ্দিন।
নিজ মাটির সন্তানকে মহামান্য হিসেবে পেয়ে উচ্ছসিত পাবনাবাসী। ৪ দিনব্যাপী পাবনা সফরের ২য় দিন সরকারি এডওয়ার্ড কলেজে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে দেয়া হয় নাগরিক সম্বর্ধনা। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মীনি ড. রেবেকা সুলতানা
সবার স্বত:স্ফূর্ত অংশ গ্রহণে কানায় কানায় ভরে উঠে ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত সুপ্রচীন এই বিদ্যাপীঠের মাঠ। এসময় মহামান্য ঘোষণা করেন আগামী সেপ্টেম্বরেই চালু হবে ঢাকা পাবনা সরাসরি রেল যোগাযোগ। পদ্মা সেতু নির্মাণের পথে এক এগারোর কুশীলবদের ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে দেন তিনি।
গণতান্ত্রিক শক্তির অস্তিত্বের প্রশ্নে আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ন জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। আন্দোলনের নামে সন্ত্রাস না করে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবার বিষয়ে রাজনীতির মাঠে নিজের সরব উপস্থিতির কথা তুল ধরেন মো: সাহাবুদ্দিন।