গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা ধরে রাখতে দেশের জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে বলেও জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সড়কে বীমা ছাড়া কোন যানবাহন যাতে চলতে না পারে সে বিষয়ে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে বীমা কম্পানির যোগসূত্র রয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বীমা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই, ছয় দফা প্রণয়ন করেছিলেন।
বীমা খাতকে গতিশীল করতে আইন নীতিমালা তৈরির পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান।
সকল বাধা উপেক্ষা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সরকারের মেগা প্রকল্পসহ দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকি মোকাবিলায় বিমা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।