গণতন্ত্র রক্ষা করতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে : কাদের
- আপডেট সময় : ০১:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
গণতন্ত্র রক্ষা করতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্য নবগঠিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভায় ওবায়দুল কাদের আরো বলেন, বাস্তবতার নিরিখে নির্বাচনী ইশতেহার তৈরি করা এখন কঠিন চ্যালেঞ্জ। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার কোন কারণ নেই জানিয়ে তিনি বলেন, সামনের অক্টোবরেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয় বলে জানান ওবায়দুল কাদের। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন করেই ক্ষমতা হস্তান্তর করা হবে। আগামী নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ, উন্নয়নশীল দেশ, ২০৪০ স্মার্ট বাংলাদেশ গঠনকে গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।