গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ পুলিশের
- আপডেট সময় : ০৬:২৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে সচিবালয়ের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। ব্যারিকেড ভেঙ্গে গণতন্ত্রের মঞ্চের নেতারা সামনে যেতে চাইলে লাঠিপেটা করে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় পুলিশসহ গণতন্ত্রমঞ্চের কয়েকজন নেতাকর্মী আহত হন। আটক করা হয় গণতন্ত্রমঞ্চের আহত এক কর্মীকে। এসময় কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, নিপীড়ণকারী এই সরকারের পতন অনিবার্য।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয় মুখে বিক্ষোভ মিছিলের আয়োজক গণতন্ত্রমঞ্চ। প্রতিবাদের ইস্যু দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচার। মিছিল জিরো পয়েন্টের সামনে গেলে আটকে দেয় পুলিশ। এসময় উত্তেজিত কর্মীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগুতে চাইলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। আহত হন পুলিশসহ গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ কয়েকজন কর্মী। আটক করা হয় আহত এক কর্মীকে। এসময় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন গণতন্ত্রমঞ্চের নেতারা। এ বিষয়ে রমনা জোনের এডিসি জানান, উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। আটক করা হয়েছে একজনকে।
এর আগে প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বিদেশিদের শরাণাপন্ন না হয়ে বড় আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যথায় এ সরকারের পতন সম্ভব নয়। সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, আসন্ন রোজায় জনসাধারণকে কম দামে কোন পণ্য দিতে পারবে না বর্তমান গণবিরোধী সরকার। এ সরকার সিন্ডিকেটের সরকার এদের বিদায় না করলে সিন্ডিকেটকারীদের হাত থেকে দেশের জনগনকে বাঁচানো যাবে না।