বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নীলনকশা করছে বলে মন্তব্য করেছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচন বর্জন করছে তারা।
দুপুরে মাদারীপুরের শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের চীফ হুইপ এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে ইসি ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। যদি সব দল অংশ নেয়, অবশ্যই নির্বাচন সুষ্ঠু এবং প্রতিযোগিতাপূর্ণ হবে। বিএনপি নির্বাচন ব্যবস্থা নষ্ট করতে চাচ্ছে। এজন্যই তারা বারবার নির্বাচন বয়কট করছে।