গণতন্ত্রের ভান ধরে স্বৈরাচার থেকেও বর্তমান সরকার ভয়ংকর রূপ ধারণ করছে : ড. মঈন খান
- আপডেট সময় : ০৬:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১৬৯১ বার পড়া হয়েছে
গণতন্ত্রের ভান ধরে স্বৈরাচার থেকেও বর্তমান সরকার ভয়ঙ্কর রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিশ্বের গণতন্ত্রমনা দেশগুলো এ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে বৈধতা দেয়নি বলেও জানান তিনি। সকালে রাজধানীতে গোলটেবিল আলোচনায় একথা বলেন ড. মঈন খান। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনমত তৈরীতে দেশব্যাপী গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭ জানুয়ারির প্রহসন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। আলোচনায় অংশ নেন বিএনপি ও সমমনা দল ও জোটের নেতারা। একতরফা নির্বাচন ঠেকাতে আন্দোলনের সফলতা-ব্যর্থতা নিয়ে কথা বলেন সমমনা দল ও জোটের নেতারা।
সভাপতির বক্তব্যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালনের আহবান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, নির্বাচন নিয়ে সরকার গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র থেকেও ভয়ঙ্কর আচরণ করছে। তাদের অধীনে নির্বাচন বৈধতা দেয়নি বিশ্বের গণতন্ত্রমনা দেশগুলো। তিনি বলেন, ৭ জানুয়ারী জনগণ ভোট বর্জন করায় বিরোধীদলের প্রত্যাশা পূরণ হয়েছে। পূর্ণ মেয়াদে ক্ষমতা ধরে রাখলে, ইতিহাসের আস্তাকুঁড়ে চলে যাবে বলেও মনে করেন ড. আব্দুল মঈন খান।