গণঅভ্যুত্থান সৃষ্টি করে বর্তমান সরকারকে হঠানোর হুঁশিয়ারী বিএনপি’র

- আপডেট সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
গণঅভ্যুত্থান সৃষ্টি করে বর্তমান সরকারকে হঠানো হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের বিচার বিভাগ, পার্লামেন্ট, প্রশাসন, নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই এই সরকারকে কোনোভাবেই আর সময় দেয়া যাবে না।
শহীদ জেহাদ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের আন্দোলনে নামতে নেতাকর্মী ও তরুণ সমাজে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সময় এসেছে ‘৯০-এর মতো আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে বর্তমান সরকারকে হঠানোর।
মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় টিকে থাকতে সুপরিকল্পিত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন- নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে দিতে সরকারকে বাধ্য করা হবে বলে জানান তিনি।
আর সময়ক্ষেপণ না করে সবাইকে গণঐক্য গড়ে তুলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।