গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের বিদেশে পাঠানো হবে : স্বাস্থ্য উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১৬০৫ বার পড়া হয়েছে
জুলাই গনঅভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যায়ক্রমে বিদেশে পাঠানো হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার মধ্যরাতে শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বেজথানি হাসপালের পাঠানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কথা বলেন।
জানান, বাংলাদেশে রোবোটিক ফিজিওথেরাপির উন্নত চিকিৎসা না থাকায় কাজলকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। ইতোমধ্যে আরো ৪ জনকে পাঠানো হয়েছে। প্রয়োজনে আরো পাঠানো হবে। উপদেষ্টা জানান, আলাদা ভাবে চিকিৎসা নিতে বিদেশে পাঠানো ব্যায়বহুল। তবে চিকিৎসা সরঞ্জাম দেশে আনতে পারলে অনেক বেশি সুফল পাওয়া যাবে। যা প্রক্রীয়াধান রয়েছে। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হন কাজল মিয়া। গেলো ২ দিনে অবস্থার অবনতি হলে তাকে থাইল্যান্ডে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়া হয়।