দেশের বিভিন্ন জেলায় বিএনপির’র গণঅনশন কর্মসূচী পালিত
- আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিএনপির’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে পাটানোর দাবিতে গণঅনশন কর্মসূচী পালিত হয়েছে। এসময় বক্তারা খালেদা জিয়াকে দ্রুত বিদেশের চিকিৎসার জন্য পাঠানোর আহ্বান জানান।
রাজপথে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। কেডি ঘোষ রোডে খুলনা মহানগর ও জেলা বিএনপির ‘অনশন’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে অনশন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদকসহ অনেকেই।
সাতক্ষীরায় শহরের ইটাগাছা হাটের মোড়ে বিএনপির অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো.আব্দুল আলিম।
ঝিনাইদহে গণঅনশন কর্মসূচী পালিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। এসময় বক্তারা দ্রুত খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার বিদেশে পাঠানোর দাবী জানান।