খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন ছিল আজ। ১২ জুন নিবার্চনে লড়তে মেয়র পদে মেয়র পদে ৭ জন, ওয়ার্ড কাউন্সিলর পদে ১৮৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগ প্রার্থী বলছেন, মেয়র পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন, তাদের কাউকেই দুর্বল প্রার্থী মনে করেন না তিনি।
ষষ্ঠবারের মত নগর পিতা নিবার্চন করবে খুলনা নগরবাসী। ইতোমধ্যেই মেয়র পদে মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী এস এম মুসফিকুর রহমানসহ ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ করে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করা উচিত ছিল।
আর ইসলামী আন্দোলনের প্রার্থী বলেন, জনগণ এখন জালেমের পক্ষে থাকতে চায় না।
জাতীয় পার্টির প্রার্থী বলছেন, খুলনায় যত উন্নয়নমূলক কাজ চলমান আছে তার ৩০ ভাগও করতে আগের মেয়র। সঠিকভাবে কাজ করতে না পারা ব্যর্থতা বলে মনে করেন তিনি।
আর স্বতন্ত্র প্রার্থী বলছেন, খুলনা বাসি বোবা কান্না কাঁদছেন। উন্নয়নের কথা বলা হলেও জলবদ্ধতা থেকে রক্ষা করা যায়নি নগরবাসিকে। খুলনার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান এই প্রার্থী।
প্রার্থীদের আচরণ বিধি মানাসহ অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশন।