খুলনা বিভাগের ৩৬টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১৪ লাখ ৮৭ হাজার ৪০০
- আপডেট সময় : ০২:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
খুলনা জেলার ৬ টিসহ, বিভাগের ৩৬টি সংসদীয় আসনে এবার ভোটার বেড়েছে ১৪ লাখ ৮৭ হাজার ৪০০। এর বাইরে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৫। নির্বাচন সংশ্লিষ্ট তালিকায় বিভাগে স্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৮৪ টি। আর ভোটকক্ষ থাকবে ৩০ হাজার ২৪৫টি।
নির্বাচন কমিশনের হিসেবে একাদশ সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে ভোটার সংখ্যা ছিল ১৮ লাখ ১ হাজার ২। দ্বাদশ সংসদ সংসদ নির্বাচনে হয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৮শ ৮ জন। বেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৮শ ৭৯ জন। মোট পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ জন আর মহিলা ভোটার ৯ লাখ ৯৯ হাজার ৭শ ৮৩ জন।আর এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৪ জন।
একই ভাবে বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনে বেড়েছে ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা।বর্তমানে এই বিভাগের ভোটার সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ৬ হাজার ২২৪জন।এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮৫ জন।ভোট কক্ষ বাড়ছে ৫ হাজার ৭২৩টি।
ইতিমধ্যেই ব্যালট বক্সসহ নির্বচানী গুরুদ্বপূর্ণ সরঞ্জাম খুলনা বিভাগের ১০ জেলায় পৌছেছে। কাজ চলছে ১ লাখ ২০ হাজার ৯৮০জন নির্বাচনী কর্মকর্তা চূড়ান্ত করার।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ৩৬টি আসনের কোনটিরই সীমনা পরিবর্তন হয়নি বলে জানিয়েছে আঞ্চলিক নির্বাচন অফিস।
খুলনার ৬টি আসনে ভোটার বৃদ্ধির চিত্রঃ
খুলনা সংসদীয় আসন -১ নতুন ভোটার ৩০ হাজার ৮৪৫ জন।
খুলনা সংসদীয় আসন -২ নতুন ভোটার ২৬ হাজার ১০৩ জন।
খুলনা সংসদীয় আসন -৩ নতুন ভোটার ১৯ হাজার ৪২৯ জন।
খুলনা সংসদীয় আসন -৪ নতুন ভোটার ৪৪ হাজার ৬৭৭ জন।
খুলনা সংসদীয় আসন -৫ নতুন ভোটার ৩৮হাজার ৭৪৯ জন।
খুলনা সংসদীয় আসন -৬ নতুন ভোটার ৩৯ হাজার ০৭৭ জন।