খুলনায় এক নারী শ্রমিকের মস্তকহীন মরদেহ উদ্ধারের তিনদিন পর দুইজন গ্রেফতার

- আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
খুলনায় মুসলিমা খাতুন নামে এক শ্রমিকের মস্তকহীন মরদেহ উদ্ধারের তিনদিন পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গেলো রাতে ফরিদপুর থেকে রিয়াজকে গ্রেফতার করে রেব। এরপর সোহেলকে গ্রেফতার করা হয়।
দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে রেব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ এ তথ্য জানান। এর আগে বুধবার সকালে খুলনার ফুলতলার উত্তরডিহি গ্রামের ধান ক্ষেত থেকে মুসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আইয়ান জুট নামে একটি মিলে কাজ করতেন।গ্রেফতার দুই জনের স্বীকারোক্তির বরাত দিয়ে লেফট্যানেন্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, হত্যার তিন দিন আগে মুসলিমার সঙ্গে রিয়াজের পরিচয় হয়। এরপর বিয়ের কথা বলে ২৫ জানুয়ারি রাতে মোবাইল ফোনে মুসলিমাকে ফুলতলার উত্তরডিহি গ্রামে ডেকে আনে। এরপর যুগ্নিপাশার মুনসুরের একটি ঘরে নিয়ে এনে দুই জন মিলে নির্যাতন করে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর মরদেহ ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায় তারা।