খুলনায় আলোচিত ২২ কোটি টাকার কোকেন মামলায় একজনের মৃত্যুদন্ড
- আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
খুলনায় আলোচিত ২২ কোটি টাকার কোকেন মামলায় একজনের মৃত্যুদন্ড ও ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত।
দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। ২০১৭ সালের ১১ আগস্ট খুলনা মহানগর ও দাকোপ উপজেলায় এক অভিযানে সোয়া ২ কেজি কোকেনসহ ৬ জনকে গ্রেফতার করে রেব-৬ এর সদস্যরা। পরে রেব- ৬’র ডিএডি মোহাম্মদ রবিউল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় মাদক আইনে মামলা করেন।
অন্যদিকে, নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত।২০১৩ সালের ৭ আগষ্ট বিকালে নড়াইল-যশোর সড়কে ইঞ্জিন চালিত একটি স্থানীয় একটি যানের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ মামলায় ৯ স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দন্ডাদেশ দেয়া হয়।