খুলনার সুন্দরবন উপকূলের নদ-নদীতে মিলছে না ইলিশ
- আপডেট সময় : ০১:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
খুলনার সুন্দরবন উপকূলের নদ-নদীতে মিলছে না ইলিশ। ভরা মৌসুমেও মাছ না পেয়ে হতাশ জেলেরা। স্থানীয় মৎস্য বিভাগ ও বিশেষজ্ঞরা বলছেন, নাব্য সংকট, ডুবোচর, বাঁধ-সেতুসহ নানা অবকাঠামোয় প্রতিবন্ধকতার মুখে পড়ছে ইলিশের বিচরণ।
জলবায়ু পরিবর্তনে নদীতে পলি জমে সৃষ্টি হয়েছে ডুবোচর, বাড়ছে পানির অস্বচ্ছতা। এতে বাধাগ্রস্ত হচ্ছে সমুদ্র থেকে নদীতে ইলিশের বিচরণ। সমুদ্রে পানির স্তর বেড়ে লবণাক্ততা ছড়িয়েছে মিঠা পানিতে। জলাবদ্ধতা, প্রজনন ও নার্সারি এলাকা পরিবর্তনে বাধাগ্রস্থ হচ্ছে ইলিশের প্রজনন।
সাধারণত অক্টোবরে খুলনাঞ্চলে সবচেয়ে বেশি ইলিশ পাওয়ার কথা থাকলেও এ বছর তা পাওয়া যাচ্ছে না। জেলেরা বলছেন, চলতি মৌসুমে মহাজন ও আড়ৎদারদের কাছ থেকে দাদন নিয়ে ইলিশ শিকারে নদ-নদীতে নামছে জেলেরা। কিন্তু মিলছে না ইলিশ। মাছ না পেয়ে হতাশাগ্রস্ত উপকূলের মৎসজীবীরা।
জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, নদ-নদীতে পলি পরে ভরাট হওয়ায় ইলিশের প্রজনন বাধাগ্রস্থ হচ্ছে। তবে ইলিশের উৎপাদন বাড়াতে কাজ করছে মৎস্য অধিদপ্তর ।
আর বিশেষজ্ঞরা বলছেন, নদীতে লবণাক্ততা বৃদ্ধি ও নানা প্রতিবন্ধকতায় ইলিশের গতিপথ বাধাগ্রস্ত হয়ে প্রভাব পড়ছে প্রজনন ক্ষেত্রে।
নদী খনন করে পানির স্বাভাবিক প্রবাহের উপর গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।