খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা

- আপডেট সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৯৩৫ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত ১০টার দিকে গুটুদিয়া ওয়াপদার ব্রীজের পূর্ব পাশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান রবি আওয়ামী লীগের কর্মী সভা শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছালে দুই/তিনজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে।পরে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে বলেও জানান তিনি।