খুলনায় শীতকালীন আগাম সবজি চাষে লাভবান হচ্ছে স্থানীয় কৃষকরা
- আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
খুলনায় শীতকালীন আগাম সবজি চাষে লাভবান হচ্ছে স্থানীয় কৃষকরা।প্রতি বছর আগাম উৎপাদিত সবজি বাজারে তুলে বিক্রয় ভালো দাম পেয়ে থাকেন চাষিরা তাই আগাম সবজি আবাদে আগ্রহী হন তারা। তবে এবার মৌসুমে প্রথমে অবরোধ ও হরতালের ফলে উৎপাদিত সবজি নিয়ে সংশয়ে পড়েছেন চাষিরা।
সবুজে সবুজে ভরে উঠেছে মাঠ।বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে বিভিন্ন সবজি,ফুলকপি,বাঁধাকপি,ওলকপি, লালশাক,মূলা শাক,পালং শাক, পোটলসহ হরেক রকমের শীতকালীন সবজি।তাই মাঠে মাঠে এসব ফসল পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
চাষীদের উৎপাদিত নানা জাতের শীতকালীন সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়।পাইকাররা সরাসরি মাঠ থেকে কৃষকদের সবজি ক্রয় করেন।এর পর তা আড়ৎ হয়ে ভোক্তাদের কাছে পৌঁছায়।তবে মৌসুমে প্রথমে অবরোধ-হরতালের কারণে জেলার বাইরে থেকে পাইকারি ব্যবসায়ীরা হাটে আসতে না পারায় সবজির সঠিক দাম পাচ্ছে না বলছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন,আগাম সবজি চাষ করে কৃষকরা চড়া মূল্যে সবজি বিক্রি করতে পারছে। এ কারনে তারা শীতকালীন সবজির দিকে ঝুঁকছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, হরতাল অবরোধে সমস্যা হলেও স্থানীয় বাজারে সবজি বিক্রি হচ্ছে।
এবার খুলনা জেলায় ৭ হাজার ১শ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৭৫ ভাগ জমিতে সবজির আবাদ হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।