খুলনায় অর্ধশতের কম শিক্ষার্থী নিয়ে চলছে ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম
- আপডেট সময় : ০৬:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
খুলনায় অর্ধশতের কম শিক্ষার্থী নিয়ে চলছে ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম। এর মধ্য ডুমুরিয়া উপজেলাতেই রয়েছে ২৫টি বিদ্যালয়।এদিকে ৫০ কিংবা তার কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়সমূহের সাথে পার্শবর্তী বিদ্যালয় শিক্ষার্থী সাথে ভাগাভাগি করে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে বলছেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
খুলনার জেলায় ডুমুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২১৪ টি। এর মধ্য ২৫টি বিদ্যালয়ে নেই ৫০ জন শিক্ষার্থী। উপজেলার বিল খুলশী ও বিল ডাকাতিয়ার মাঝামাঝি প্রত্যন্ত গ্রাম ময়নাপুর। এই গ্রামের ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষক দিয়ে ৩ শিক্ষার্থীকে পড়ানো হয়।
পাচ বছরে ৩০ জন ছাত্র পাশ করে বের হয়েছে। ২০২২ সালে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া অর্পণ সরকার একমাত্র ছাত্র ছিলেন। ২০২৩ সালে নতুন করে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে আরো ২ জন।এখন তাদের শিক্ষার্থীর সংখ্যা ৩ জন। এলাকাবাসী ও শিক্ষকরা বলছেন, ময়নাপুর গ্রামে ২৯টি পরিবারের বসাবাস। কিন্তু গত ৬/৭ বছরে এ গ্রামে ২ জন শিশুর জন্ম হওয়ায় তারাই স্কুলে ভর্তি হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন হলে শিক্ষার মান আরো ত্বরান্বিত হবে ।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক বলছেন, সরকারি কর্মচারী কাজ না করে টাকা নেয়াটা দৃষ্টিকটু দেখায়। পঞ্চাশের নিচে ছাত্র যত স্কুল আছে তা শনাক্ত করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে
খুলনার জেলায় ১১’শ ৫৯ টি বিদ্যালয় মধ্য ৫০ এর কম শিক্ষার্থী রয়েছে ৪৬টিতে।