খুব সহসাই মন্ত্রিপরিষদে পরিবর্তন হচ্ছে না: ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
খুব সহসাই মন্ত্রিপরিষদে পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় সেতু মন্ত্রী আরো বলেন, করোনার এই মুহূর্তে মন্ত্রিপরিষদের রদবদলের কোন সিদ্ধান্ত নেই। তবে শুধু শূন্যপদ পূরণ করা হচ্ছে। এজন্য জামালপুরের ইসলামপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেয়া হচ্ছে। সন্ধ্যায় তিনি শপথগ্রহণ করবেন।