খুব শিগগিরই অলিম্পিকে জায়গা করে নেবে দেশের কাবাডি দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
খুব শিগগিরই অলিম্পিকে জায়গা করে নেবে দেশের কাবাডি দল। সেভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও জাতীয় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। গতরাতে গাজীপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গেলরাতে গাজীপুরের রাজবাড়ি মাঠে আইজিপি কাপ ২০২১ ও জাতীয় যুব কাবাডি বালক ও বালিকা অনুর্ধ্ব-উনিশের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন তিনি। শুরুতেই কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার চেয়ে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের বিরতিতে যাওয়ার আগেই ময়মনসিংহ জেলাকে ৮ পয়েন্টের ব্যবধানে ৩৩ পয়েন্ট নিয়ে হারায় কিশোরগঞ্জ জেলা। পরে বালিকা অনুর্ধ্ব-১৯ এর ফাইনালে খেলে ময়মনসিংহ ও জামালপুর জেলা।