খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় মাইশা মমতাজ মীম নামে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, খিলক্ষেত ফ্লাইওভার থেকে ৩০০ ফিট রাস্তায় নামার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে নিহত শিক্ষার্থীর মোটরসাইকেলটি পাওয়া যায়। পুলিশ জানায়, মরদেহের সুরতহাল করতে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। মিম নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার বাসা উত্তরায়।