খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে নেত্রকোণা, দিনাজপুর ও ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ হয়েছে।
নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ আরো অনেকে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাকিমপুর থানা ও পৌর ছাত্রদল। বিক্ষোভ মিছিলে, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে সমাবেশ করে ছাত্রদল। সকালে প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেলে নেতাকর্মীরা কর্মসূচী সমাপ্ত করে।