খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য বিএনপি-ই দায়ী : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার অসুস্থতা বাড়ার জন্য বিএনপি-ই দায়ী। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির শেখানো বক্তব্যই দিচ্ছেন তার চিকিৎসকরা। দুপুরে আলাদা অনুষ্ঠানে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে এসব কথা বলেন তারা।
রাজধানীর লালবাগে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ছয়টি ইউনিটের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়ার অসুস্থতাকে ইস্যু বানিয়ে রাজনীতি না করে তার সঠিক চিকিৎসার ব্যাপারে চিন্তা করার পরামর্শ দেন তিনি।
এসময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দুপুরে সচিবালয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
দেশে বিএনপি মহাসচিবের বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেয়াকে ফৌজদারি অপরাধ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।