খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে কথা বলে মন্ত্রীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে আগ বাড়িয়ে কথা বলে মন্ত্রীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন।
সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির দাবি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, মুক্তির পর কোথায় চিকিৎসা করাবেন সেটি তার ব্যক্তিগত বিষয়। গয়েশ্বর আরো বলেন, জনবিচ্ছিন্ন ও ভোটারবিহীন সরকারের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। একারণেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি। তার নেতৃত্বে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যায় মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের নেতাকর্মীরা।