খালেদা জিয়াকে আবারো জেলে নেয়ার হুমকি ক্ষমতাসীনদের ব্যর্থতা আড়ালের চেষ্টা বলে মনে করছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আবারো জেলে নেয়ার হুমকি ক্ষমতাসীনদের ব্যর্থতা আড়ালের চেষ্টা বলে মনে করছে বিএনপি।
মন্ত্রীরা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলেও দাবি করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। নিম্ন আয়ের কর্মজীবীদের খাদ্য সহায়তা নিশ্চিত না করে দেয়া লকডাউনে জনজীবন এখন বিপর্যস্ত বলেও অভিযোগ তার। এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমরান সালেহ প্রিন্স বলেন, বন্দী বেগম জিয়ার সুচিকিৎসায় ইচ্ছা করেই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার।























