খালেদা জিয়াকে আবারও বিকেলে হাসপাতালে নেয়া হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেয়া হচ্ছে। বিকেল ৩টার দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে তাকে।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর আগে প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন বাসায় ফেরেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দেয়। তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে।