খালেদা জিয়ার শরীরে লিভার প্রতিস্থাপনের সুপারিশ মেডিকেল বোর্ডের
- আপডেট সময় : ১২:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শরীরে লিভার প্রতিস্থাপনের সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। সেজন্য তাকে দ্রুত বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্ল্যানারি সেন্টারে পাঠানো দরকার।
তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ঘন ঘন সিসিইউতে নেয়া হচ্ছে। আবার চিকিৎসা শেষে কেবিনে আনা হচ্ছে। এখন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই। বাংলাদেশে লিভার প্রতিস্থাপন করা সম্ভব নয়। এর জন্য বিদেশে পাঠানো দরকার। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে গতকাল দুপুরে করোনারি কেয়ার ইউনিটে নেয়া হয়। পরে আবারও তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এরমধ্যে তার সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। এগুলোর রিপোর্ট আজ পাওয়া যাবে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদনি ধরে কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভার জটিলতায় ভুগছেন।