বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চায় : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:০০:০০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
আইনের ভুল ব্যাখা দিয়ে সরকার বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশে তিনি বলেন, মানুষ খেতে পায় না, আর সরকার মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে। বিএনপিকে দূরে রেখে সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে কৃষক সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। সমাবেশ সফল করতে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসে নয়া পল্টনে। নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সরকার পতনে রাজপথে কঠিন এবং কঠোর আন্দোলন গড়ে তোলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপি নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তিনি বলেন, ১৫ বছরে সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।
বিএনপিকে দূরে রেখে ১৪ -১৮ সালের মতো আর কোনো নির্বাচন বাংলাদেশ হতে দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।