খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল
- আপডেট সময় : ০৭:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। সাজা স্থগিত করে আগের দুটি শর্তেই এই মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এদিকে, খালেদা জিয়াকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গতরাত ২টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সকাল ৯টার দিকে অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতালের কেবিনে নেয়া হয়। খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গতরাতে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা এবং লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। বিদেশে চিকিৎসার সুযোগ চাইলেও সরকার তা এখনো অনুমোদন করেনি।